• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

কীর্তনখোলা নদীতে ভাসছিল অজ্ঞাত বৃদ্ধের মরদেহ, উদ্ধার করলো কোস্টগার্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৮, ২০২৫, ২২:৫৪ অপরাহ্ণ
কীর্তনখোলা নদীতে ভাসছিল অজ্ঞাত বৃদ্ধের মরদেহ, উদ্ধার করলো কোস্টগার্ড
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালের কীর্তনখোলা নদী থেকে ভাসমান অবস্থান অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৩ টার দিকে চরকাউয়া খেয়াঘাট সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কোস্টগার্ড জানান- কোস্ট গার্ড দক্ষিণ জোনের আওতাধীন বরিশাল সদর উপজেলার চরকাউয়া খেয়াঘাট সংলগ্ন কীর্তনখোলা নদীতে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। বিষয়টি কোস্টগার্ডকে অবহিত করলে তৎক্ষণিক বরিশাল বিসিজি স্টেশন থেকে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে বিকেল ৩ টার দিকে মরদেহ উদ্ধার করেন। অজ্ঞাত বৃদ্ধের বয়স আনুমানিক ৫৫ বছর হবে বলেও জানায় কোস্টগার্ড।

উদ্ধারকৃত মরদেহটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল সদর নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল