• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

কীর্তনখোলা নদীর চরের মাটি কাটার সময় আটক ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৫, ২১:৫৯ অপরাহ্ণ
কীর্তনখোলা নদীর চরের মাটি কাটার সময় আটক ২
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলায় কীর্তনখোলা নদীর চরের মাটি কেটে নেয়ার সময় ২ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি পল্টুন ও একটি এস্কেভেটর (বেকু) জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের ১ লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৬ আগষ্ট) রাতে সদর উপজেলার চরমোনাই ইউনিয়ন সংলগ্ন কীর্তনখোলা নদীর কদমতলা চর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন- নগরের চৌমাথা এলাকার হারুন-অর রশিদের ছেলে মোঃ স্বপন এবং সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের আব্দুল আলী খানের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর। এছাড়া এই অবৈধ মাটিকাটার সাথে নগরীর রুপাতলীর খাইরুল কবির ও চরমোনাইর এক ইউপি সদস্য জড়িত বলে জানা গেছে। কাটা মাটিগুলো সদর উপজেলার বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হচ্ছিল।

সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম জানান, একটি চক্র চরমোনাই এলাকায় কীর্তনখোলা নদীর চরের মাটি অবৈধভাবে কেটে নিচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ২ জনকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালত তাদের ১ লাখ টাকা জরিমানা করেন।

অবৈধ বালু উত্তোলন এবং মাটি কাটার বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল