• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৬, ২০২৫, ২০:৫৫ অপরাহ্ণ
বরিশালে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদী পৌরসভার টরকী বন্দরে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি। এ সময় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় এ অভিযান পরিচালনা হয়।

অভিযান চলাকালে বিভিন্ন দোকান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ সময় টরকী বন্দর মক্কা ট্রেডার্সকে ১০ হাজার টাকা, গৌরনদী বন্দর তপন স্টোরকে ৭ হাজার টাকা এবং গৌতম কুন্ডু ষ্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা এবং গৌরনদী মডেল থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন। উদ্ধার হওয়া ৫৬ কেজি নিষিদ্ধ পলিথিন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করেন। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ হাজার টাকা।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল