নিজস্ব প্রতিবেদক:: বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে অদ্য ২২/০৮/২০২৫ সকাল ৭:০০ টায় আব্দুল জব্বার গাজী ক্যাডেট মাদরাসা হলরুমে এক নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগরী কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরের সংগ্রামী সেক্রেটারি জনাব অধ্যাপক মাওলানা মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগরী কর্ম পরিষদ সদস্য ও বরিশাল সদর উপজেলা আমির মাওলানা শফিউল্লাহ তালুকদার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সুবিচারপূর্ন একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য জাতীয় নির্বাচনের বিকল্প নেই। নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রত্যাশিত একজন সৎ ও যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে পারবে যার ফলে চলমান জুলুম শোষণ দুর্নীতি চাঁদাবাজি ও অবিচারের অবসান ঘটবে ন্যায় ও ইনসাব ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের জামায়াত ইসলামী একটি সুষ্ঠু ও অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন লক্ষ্যে তাদের কর্মী বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানান। কোন ধরনের ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে, আমরা জনগণের পাশে থাকবো।
বিশেষ অতিথি জনাব মাওলানা শফিউল্লাহ তালুকদার তার বক্তব্যে বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল ফিলিং ফিল্ড ছাড়া সম্ভব নয়। লেভেল প্লেয়িং ফিল্ড ব্যতীত আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়েত ইসলামী অংশগ্রহণ করবে না। তারা জনগণের দাবি পিআর পদ্ধতি ব্যতীত নির্বাচন হতে দেবে না ইনশাআল্লাহ।
কর্মী সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চারবাড়িয়া ইউনিয়ন সভাপতি জনাব ডা: রিয়াজুল ইসলাম দেলোয়ার, সেক্রেটারি জনাব সাইফুল ইসলাম দুলাল, ইউনিয়নের ১, ২, ৩, ৪ নং ওয়ার্ডের সভাপতি জনাব সোহাগ হোসেন, হাফেজ মনিরুজ্জামান, গাজী মিজানুর রহমান, অধ্যাপক শামীম হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।