• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সংস্কার শেষ করে দ্রুত সময়ে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : হেলাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২২, ২০২৫, ২১:৩৬ অপরাহ্ণ
সংস্কার শেষ করে দ্রুত সময়ে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : হেলাল
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

শুক্রবার (২২ আগষ্ট) বরিশাল মহানগরীর কোতয়ালী উত্তর থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হেলাল আরও বলেন, জনগণ ইতোমধ্যে পরিবর্তনের পক্ষে সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত। জামায়াতে ইসলামী সকল কর্মীদের জনগণের কাছে যেতে হবে এবং প্রতিদিন বিভিন্ন কাজের ফাঁকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে হবে। একটি জনকল্যাণমুখী সরকার প্রতিষ্ঠার জন্য সৎ মানুষকে দায়িত্বে আনা অত্যন্ত জরুরি।”

তিনি উল্লেখ করেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো রাষ্ট্র ক্ষমতায় না গেলেও দলের নেতা-কর্মীরা দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। দলের নেতারা মন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং দুর্নীতি থেকে বিরত থেকেছেন। আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে, যা জনগণের কাছে বোঝানো হবে।”

কোতয়ালী উত্তর থানা নায়েবে আমীর অধ্যাপক সৈয়দ গোলাম গোফরানের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি হাফেজ জাবের হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান।

শিবিরে দারসুল কুরআন পেশ করেন তানজীমুল উম্মাহ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মিজানুর রহমান খান। এছাড়া উপস্থিত ছিলেন কোতয়ালী উত্তর থানার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক জাহাঙ্গীর কবীর, কর্মপরিষদ সদস্য বায়জীদ বোস্তামী, সৈয়দ মোহাব্বত উল্লাহ মাহেত, মোকছেদুর রহমান, আব্দুস সত্তার খান, ৮ নং ওয়ার্ড সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ, ১৭ নং ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান, ১৯ নং ওয়ার্ড সভাপতি অধ্যাপক জিল্লুর রহমান, ২০ নং ওয়ার্ড সভাপতি আবু সাঈদ খান প্রমুখ নেতৃবৃন্দ।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল