• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

দেশের মানুষ এখন ইসলামী শাসন ব্যবস্থার গুরুত্ব অনুধাবন করছে : বাবর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২২, ২০২৫, ২১:৩২ অপরাহ্ণ
দেশের মানুষ এখন ইসলামী শাসন ব্যবস্থার গুরুত্ব অনুধাবন করছে : বাবর
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর আমির ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন বাবর বলেছেন, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মানুষ এখন ইসলামী শাসন ব্যবস্থার গুরুত্ব অনুধাবন করছে। সর্ব ক্ষেত্রে একটি গণজোয়াড় সৃষ্টি হয়েছে। এটা দেখে বোঝা যায় একটি রক্তপাতহীন শান্তিপূর্ণ ইসলামী বিপ্লবের পথে বাংলাদেশ।

শুক্রবার (২২ আগস্ট) সকালে বরিশাল গণগ্রান্থাগার মিলনায়তনে পেশাজীবীদের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল-৫ (সদর) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। অনুষ্ঠানে সভাপতি ছিলেন বরিশাল মহানগর পেশাজীবী বিভাগের সভাপতি অধ্যাপক সুলতানুল আরেফিন। সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সহ প্রায় দেড় শতাধিক পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল