নিজস্ব প্রতিবেদক : আগামী সংসদ নির্বাচন যারা পিআর পদ্ধতিতে চাচ্ছে তারাই আবার তিন’শ আসনে প্রার্থী ঘোষণা করেছে। এ ধরনের স্ববিরোধী দাবি যারা করছে তারা আসলে পিআর পদ্ধতির হেতুই জানে কিনা সন্দেহ আছে। ২১ আগস্ট বৃহস্পতিবার দুপুরে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
তিনি আরো বলেন, মতানৈক্য মতবিরোধ হলো গণতন্ত্রের সৌন্দর্য। তাই দেশের স্বার্থে আমরা সবাই এক ও অভিন্ন থাকতে হবে। পাখি যেমন সন্ধ্যায় নিড়ে ফিরবেই তেমনি বরিশাল আমার জন্মভিটা। আমি বরিশাল-৫ আসনের মাটি ও মানুষের সাথে বড় হয়েছি। জাতীয় পর্যায়ে রাজনীতি করলেও জন্মভিটার মায়া অন্য রকম। এ কারনেই বার বার ফিরে আসি বরিশালে। আগামী নির্বাচনে দল ও বরিশালের মানুষ চাইলে আমি সদর আসনে প্রার্থী হতে চাই।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, দলের কিছু কিছু নেতাকর্মীর বিরূদ্ধে নানা অভিযোগ উঠলে আমরা কিন্ত কাউকে ছাড় দেইনি। সহস্রাধিক দলীয় নেতাকর্মীর বিরূদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই বিচ্ছিন্ন ঘটনাগুলোকে দিয়ে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার কোন সুযোগ নেই।
বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, জ্যেষ্ঠ সাংবাদিক নাছিম উল আলম, আমজাদ হোসেন, হুমায়ুন কবীর, কাজী মিরাজ মাহমুদ, আযাদ আলাউদ্দীন সহ বরিশালের প্রায় অর্ধশতাধিক সংবাদিক এ সময় উপস্থিত ছিলেন।