নিজস্ব প্রতিবেদক : কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বরিশাল সদর উপজেলা সেচ্ছাসেবক দলের উদ্যোগে সদর হাসপাতালসহ বিভিন্ন জনসেবামূলক প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এ কর্মসূচির দায়িত্ব পালন করেন সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল যুগ্ম সম্পাদক এস এম কবির।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরিশাল জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল আহসান, যুগ্ম আহ্বায়ক শেখ শহিদুল ইসলাম সাজ্জাদ, দপ্তর সম্পাদক বাপ্পি খান, সদস্য সুমন, আবু ইমরান রাজিব, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জিয়ান ইসলাম রাজিব, সদর উপজেলা সেচ্ছাসেবক দলের ১ নং সদস্য সোহেল আকন, সদর উপজেলা আহ্বায়ক নেসার উদ্দিন জাফর, সদস্য সচিব শামসুল কবির ফরহাদসহ জেলা, উপজেলা ও মহানগর সেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ জানান, জনসেবামূলক প্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও সবুজায়ন নিশ্চিত করা সেচ্ছাসেবক দলের দায়িত্বের অংশ। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক এস এম কবির বলেন, “সেচ্ছাসেবক দলের মূল লক্ষ্যই হলো জনকল্যাণমূলক কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজকের এ পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে আমরা বার্তা দিতে চাই, পরিবেশকে রক্ষা করা ও হাসপাতালের মতো জনসেবামূলক প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা নিশ্চিত করা আমাদের সামাজিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।”