নিজস্ব প্রতিবেদক : শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সকল অকেজো মেশিন মেরামতে নিমিউ অ্যান্ড টিসি থেকে আসা কারিগরি টিম কাজ শুরু করেছে। এই টিমকে হাসপাতালের সকল অকেজো মেশিন সরেজমিনে পরীক্ষা-নিরীক্ষা ও মেশিন মেরামত কার্য সম্পাদন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই জরুরি ভিত্তিতে ইটিটি, ইকো, কার্ডিয়াক ডিফাইব্রিলেটর, কার্ডিয়াক মনিটর, ইসিজি মেরামত সম্পূন্ন হবে। এছাড়া পর্যায়ক্রমে ক্যাথল্যাব (এনজিওগ্রাম), সিটি স্ক্যান, এক্সরে, চোখের লেসিক, চোখের ফ্যাকো, অপটিক্যাল কোহেরেন্স টমোগ্রাফি (ওসিটি), ইউরোলজি লিথোরিপটর, সি-আরম, ডায়াথার্মি, এন্ডোসকপি মেশিন চালু করা হবে।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর’র হাসপাতালের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে রোগীর রোগ নির্ণয়ের জন্য একাধিক নতুন মেশিন সরবরাহের চাহিদা প্রেরণ করেছেন সেন্ট্রাল মেডিকেল স্টোরে। ইতোমধ্যে বেশকিছু নতুন মেশিন সরবরাহও করা হয়েছে। তিনি গত ডিসেম্বরে এই হাসপাতালের পরিচালকের দায়িত্ব নেয়ার পর থেকেই হাসপাতালের অকেজো মেশিন মেরামতের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ন্যাশনাল ইলেকট্রো ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার (নিমিউ অ্যান্ড টিসি) বরাবর একাধিক চিঠি প্রেরণ করেছেন।
আজ মঙ্গলবার সকালে ন্যাশনাল ইলেকট্রো ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার (নিমিউ অ্যান্ড টিসি) উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রনিক্স) অপু সরকার’র নেতৃত্বে ৫ সদস্যের কারিগরি টিম অকেজো মেশিন সমূহ সরেজমিনে পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু করেন। টিমে আছেন উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) শুভদেব সরকার, উপ-সহকারী প্রকৌশলী (আরএসি) মো. মাহাবুব হোসেন, উপ-সহকারী প্রকৌশলী (অপটিক্যাল) হাফিজুর রহমান ও টেকনিশিয়ান (ইলেকট্রনিক্স) মো. তৌহিদুর জামান।
হাসপাতালের ইন্সট্রুমেন্ট কেয়ারটেকার শাখা সূত্রে জানা গেছে, নিমিউ অ্যান্ড টিসি’র থেকে প্রেরিত কারিগরি টিম আজ মঙ্গলবার থেকে মেশিন মেরামতের কাজ শুরু করেছে। আশা করা যাচ্ছে চলতি সপ্তাহের মধ্যেই জরুরি ভিত্তিতে ইটিটি, ইকো, কার্ডিয়াক ডিফাইব্রিলেটর, কার্ডিয়াক মনিটর, ইসিজি মেশিন মেরামত সম্পূর্ণ হবে। এছাড়া পর্যায়ক্রমে ক্যাথল্যাব (এনজিওগ্রাম), সিটি স্ক্যান, এক্সরে, চোখের লেসিক, চোখের ফ্যাকো, অপটিক্যাল কোহেরেন্স টমোগ্রাফি (ওসিটি), ইউরোলজি লিথোরিপটর, সি-আরম, ডায়াথার্মি, এন্ডোসকপি মেশিন চালু করা হবে।
এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর বলেন, আজ মঙ্গলবার সকালেই ৫ সদস্যের কারিগরি টিম কাজ শুরু করেছে। আশা করা যাচ্ছে অতি দ্রুততার সাথে অকেজো মেশিন গুলো চালু করা হবে। এছাড়া আমরা রোগী সেবার মান বৃদ্ধির জন্য ১টি এমআরআই মেশিন, ক্যাথ ল্যাব ও সি-আম মেশিন পেতে যাচ্ছি।