• ৯ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক হত্যা করে চাঁ’দাবা’জির রাজত্ব কায়েম করতে দেয়া হবে না : শায়েখে চরমোনাই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৮, ২০২৫, ২২:৪৬ অপরাহ্ণ
সাংবাদিক হত্যা করে চাঁ’দাবা’জির রাজত্ব কায়েম করতে দেয়া হবে না : শায়েখে চরমোনাই
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইসলামী যুব আন্দোলনের ঝালকাঠি জেলা শাখার সভাপতি মাওলানা মো: মিজানুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ নাইমুল ইসলামের সঞ্চালনায় ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য, আল্লামা নুরুল হুদা ফয়েজী এবং ঝালকাঠি-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: মো: সিরাজুল ইসলাম সিরাজি। প্রধান বক্তা ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো: আল-আমিন, বিশেষ বক্তা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল) মাওলানা মুহা: রফিকুল ইসলাম। আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ মো: আলমগীর, বিশিষ্ট্য রাজনেতিক বিশ্লেষক ডা. ফয়জুল হক।এছাড়াও জেলার সকল উপজেলার ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “দেশে একের পর এক খুন, ধর্ষন, চাঁদাবাজি বেড়েই চলছে। আর এই সন্ত্রাসীদের হাত থেকে সাংবাদিকরাও রক্ষা পাচ্ছে না। গত ৭ আগস্ট গাজীপুরে চাঁদাবাজি নিয়ে সংবাদ প্রকাশ করায় দুপুরে আনোয়ার নামে এক সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেয়। দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিনকে গাজীপুরের চৌরাস্তায় চা দোকানে রাতে গলা কেটে হত্যা করে সন্ত্রাসীরা। ৫ আগষ্টের পর রাজনৈতিক হানাহানিতে নিহত-আহত মানুষের সংখ্যা শুনে আঁতকে উঠতে হয়। চাঁদাবাজি ও সন্ত্রাস কোন অংশে কমে নাই। বরং রাজনৈতিক পরিচয়ে ধর্ষনের মতো ঘটনা বৃদ্ধি পেয়েছে।

প্রধান অতিথি আরো বলেন, ১৫ বছরের পতিত ফ্যাসিবাদের বিষাক্ত ছোঁয়া এখনো দেশকে অনিরাপদ করে রেখেছে। পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করে সুযোগ নেয়ার পাঁয়তারা চালাচ্ছে। তাই রাজনৈতিক দলগুলোকে নিজ নিজ দলের ব্যাপারে সতর্ক থাকতে হবে।”