নিজস্ব প্রতিবেদক : বরগুনার আমতলীতে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে রিপন হাওলাদার (২৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১০ টায় সময় এঘটনা ঘঠে।
নিহত রিপন আঠার গাছিয়া ইউনিয়নের আলগী গ্রামের বশির হাওলাদারের ছেলে। পেশায় সে একজন কৃষক।
আমতলী থানার গাজীপুর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, আঠার গাছিয়া ইউনিয়নের আলগী গ্রামের বশির হাওলাদারের ছেলে রিপন হাওলাদার (২৪) রবিবার সকাল ১০টার সময় দুর্যোগপূর্ন আবহাওয়ার মধ্যে নিজ বাড়ির সামনে মাঠে গরু আনতে গিয়ে আকস্মিক বজ্রপাতে আঘাতে ঘটনান্থলেই মৃত্যু বরন করেন। বৃষ্টি শেষ হলেও রিপন ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন মাঠে খুঁজতে গিয়ে দেখেন বজ্রপাতের আঘাতে রিপনের পুরে যাওয়া মরদেহ মাটিতে লুটিয়ে পরে আছে। এসময় তারা রিপনকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।