অনলাইন ডেস্ক:ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলামকে ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) করা হয়েছে। সারাদেশে যে ২৯ জনকে ওএসডি করা হয়েছে তাদের মধ্যে তিনিও একজন।
রোববার (২ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করে এ আদেশ দেওয়া হয়।
মন্ত্রণালয়ের উপসচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওএসডি করা কর্মকর্তাদের আগামী ৬ মার্চের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে যোগ দিতে হবে। তা না হলে ৯ মার্চ থেকে তারা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন।
ডা. এইচএম জহিরুল ইসলাম ২১তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা। ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি তিনি ঝালকাঠির সিভিল সার্জন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ঝালকাঠি ১০০ শয্যার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।