নিজস্ব প্রতিবেদক : মেহেন্দিগঞ্জে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃ*ত দেহ উদ্ধার করেছে কালিগঞ্জ নৌ পুলিশ। গত ২১ ফেব্রুয়ারী ২০২৫ ইং তারিখ বিকাল আনুমানিক ৪টার সময় মেহেন্দীগঞ্জ থানাধীন চর গোপালপুর ইউনিয়নের তালুকদার চর গ্রামের কালাবদর নদীর পশ্চিম তীর সংলগ্ন স্থানথেকে অজ্ঞাতনামা মৃ*ত দেহটি উদ্ধার করা হয়। কালিগঞ্জ নৌ পুলিশ জানান, অজ্ঞাতনামা মৃ*ত দেহটি একজন পুরুষের। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫/৪৮ বছর, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৩ ইঞ্চি, গায়ের রং কালো, পড়নে সাদা পাঞ্জাবী এবং গোল গলার হাফ হাতা সাদা গেঞ্জী, মাথার চুল ছোট কালো, মুখে কালো চাপ দাড়ী লম্বা আনুমানিক ৫/৬ ইঞ্চি।
পরবর্তীতে কালীগঞ্জ নৌ পুলিশ কর্তৃক অজ্ঞাত মৃ*ত দেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়। ময়না তদন্ত শেষে লা*শের কোন দাবীদার না থাকায় ই হেমায়েত-ই ইসলাম আঞ্জুমান এর মাধ্যমে অজ্ঞাতনামা মৃ*ত ব্যক্তির দাফন করা হয়েছে বলে নৌ পুলিশ সূত্র জানান।
এ ঘটনায় কালিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, গত ২১ ফেব্রুয়ারী নৌ পুলিশ টিম অজ্ঞাতনামা এক পুরুষ ব্যক্তির মর*দেহ উদ্ধার করেন। পরবর্তীতে ময়না তদন্ত শেষে কোন পরিচয় শনাক্ত না হওয়ায় লা*শটি দাফন করা হয়েছে। এ ঘটনায় মেহেন্দীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয় যাহার মামলা নং ৩, তারিখ- ২১/০২/২০২৫ খ্রিঃ। তিনি আরো জানান, কালীগঞ্জ নৌ পুলিশ অজ্ঞাত মৃ*ত ব্যক্তির পরিচয় সনাক্তের পাশাপাশি ঘটনার বিষয় তদন্ত শুরু করেছে।