• ২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় জনসম্মুখে সাংবাদিকদের গণপিটুনির হুঁশিয়ারি দিলেন ছাত্রদল সম্পাদক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৪, ২০২৫, ২১:৫৮ অপরাহ্ণ
ভোলায় জনসম্মুখে সাংবাদিকদের গণপিটুনির হুঁশিয়ারি দিলেন ছাত্রদল সম্পাদক
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : ভোলার দৌলতখান পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল মৃর্ধা সাংবাদিকদের জনসম্মুখে গণপিটুনির হুঁঁশিয়ারি দিয়েছেন। সম্প্রতি বেসরকারি টেলিভিশন সময় টিভির সহযোগী সিনিয়র রিপোর্টার মো. নাসির উদ্দিন লিটন ও ক্যামেরাপার্সন উৎপল দেবনাথের ওপর দৌলতখানে হামলার ঘটনার পর শনিবার জুয়েল মৃর্ধা নামের ফেসবুক আইডি থেকে তিনি এ হুঁশিয়ারি দেন।

এ সময় তিনি ফেসবুকে লিখেন
‘সময় টিভি মানে। স্বৈরাচারের দোসর।-আগামীতে জনসম্মুখে গণপিটুনি হবে দৌলতখানে ইনশাআল্লাহ। এরা দেশের শত্রু জনগণের শত্রু। স্বৈরাচার সরকারের আমলে সময় টিভির সংবাদ প্রচার বাঙালি জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক।দৌলতখান পৌরসভা ছাত্রদলের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক -কাজী মো রাছেল ভাই -যে সাহসীকতার প্রমান দিয়েছেন – তাতে আমরা গর্বিত। ধন্যবাদ প্রিয় কাজী মোঃ রাসেল ভাই।’

 

 

এদিকে তার এ হুঁশিয়ারির তীব্র ক্ষোভ জানিয়ে কালের কণ্ঠের জেলা প্রতিনিধি একরামুল আলম ও স্টার নিউজের ভোলা জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু সহ অনেক সাংবাদিক লিখেছেন, ভোলার দৌলতখানে সময় টিভির সাংবাদিকদের ওপর হামলার ঘটনার ২৪ ঘন্টা যেতে না যেতেই আবারও হুমকি। কি দুঃসাহ, কি স্পর্ধা। দেশে কি আসলে আইনের শাসন আছে আদো মনে হয়না। হামলা, মারধর ও ক্যামেরা ভাঙচুরের ঘটনার একদিন পেরিয়ে গেলেও কোনো হামলাকারী আটক হয়নি। বরং হামলার নেতৃত্ব দেওয়া ও মামলার এজহার নামীয় আসীমারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উল্লাস করছে। এটা কিসের লক্ষণ? এদের খুটির জোর কোথায়?

এ বিষয়ে অভিযুক্ত পৌর ছাত্রদলের সদস্য সচিব জুয়েল মৃদ্ধার ব্যবহৃত মুঠোফোনে একাধিক কল দিলেও তাকে পাওয়া যায়নি ফলে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি৷

দৌলতখান উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জানান, ঘটনাটি আমি আপনার মাধ্যমে শুনেছি। আমি খোজখবর নিয়ে ঘটনার সত্যতা পেলে সাংগঠনিক নিয়মানুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো।

উপজেলা বিএনপির সভাপতি ফারুক হোসেন তালুকদার জানান,আমরা ঘটনাটি শুনেছি এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে৷ ইতোমধ্যে তাদেরকে শোকজ করাও হয়েছে৷

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল