• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বৈশাখের প্রথমদিনে বরিশালে গুড়িগুড়ি বৃষ্টি, স্বস্তিতে জনজীবন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৫, ১৯:৪৮ অপরাহ্ণ
বৈশাখের প্রথমদিনে বরিশালে গুড়িগুড়ি বৃষ্টি, স্বস্তিতে জনজীবন
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক: বৈশাখের প্রথমদিনে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে গুড়িগুড়ি বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বরিশালের মানুষ। রোদের খরতাপ আর ধুলার ক্লান্তিকর পরিস্থিতির পর আজ সোমবার (১৪ এপ্রিল) দুপুর থেকে শুরু হয় হালকা বৃষ্টি।

বরিশাল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ দুপুর দুইটার দিকে নগরীর বিভিন্নস্থানে হালকা ধরনের বৃষ্টি হয়েছে। এতে করে তাপমাত্রা কিছুটা কমে আসে এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ায় আবহাওয়া অনেকটাই মনোরম হয়ে উঠেছে।

বরিশাল আবহাওয়াবিদ মো. জাহিদ হাসান বলেন, বৈশাখের শুরুতেই গুড়িগুড়ি বৃষ্টি বরিশালের জন্য ইতিবাচক একটি ইঙ্গিত। মৌসুমি বায়ুর প্রভাবে এমন বৃষ্টি হচ্ছে এবং আগামী ২/১ দিনের মধ্যে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিতে নববর্ষ উদযাপনে কোনো বড় বাধা পড়েনি। বরং অনেকেই সামাজিক মাধ্যমে লিখেছেন, এই বৃষ্টি যেন প্রকৃতির নববর্ষের উপহার।

বৈশাখের দাবদাহের শুরুতেই এই বৃষ্টিপাত বরিশালের কৃষকসহ সর্বসাধারণের জন্য আশীর্বাদ হিসেবে বিবেচিত হচ্ছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল