• ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মহিপুরে কোস্ট গার্ডের অভিযানে ১২৪০ কেজি জাটকা জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৬, ২৩:২৭ অপরাহ্ণ
মহিপুরে কোস্ট গার্ডের অভিযানে ১২৪০ কেজি জাটকা জব্দ
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স : গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর মহিপুরে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ জাটকা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) মধ্যরাত ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন নিজামপুরের নেতৃত্বে পটুয়াখালীর মহিপুর থানাধীন হাজীপুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক ৭টি বাস তল্লাশি করে আনুমানিক ৮ লাখ ৬৮ হাজার টাকা মূল্যের ১ হাজার ২৪০ কেজি জাটকা জব্দ করা হয়। এ সময় সংশ্লিষ্ট বাসগুলোর চালক ও হেল্পারদের কাছ থেকে মুচলেকা নিয়ে বাসসহ ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে কোস্ট গার্ড।

পরবর্তীতে জব্দকৃত জাটকা কলাপাড়া উপজেলা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা এবং গরিব ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং অবৈধ জাটকা নিধন প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল