• ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে জালিয়াতি মামলায় দুই ভূমি কর্মকর্তা কারাগারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৬, ২২:৫৬ অপরাহ্ণ
বরিশালে জালিয়াতি মামলায় দুই ভূমি কর্মকর্তা কারাগারে
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : ভূমি জালিয়াতির অভিযোগে বরিশালের বাবুগঞ্জ উপজেলার সাবেক কানুনগো মো. তফিকুর রহমান ও মাধবপাশা ইউনিয়নের সাবেক তহশিলদার আব্দুল বারেককে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১লা জানুয়ারি) বরিশালের অতিরিক্ত অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দুজনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এরআগে তাদের বিরুদ্ধে জালিয়াতি মামলা করেন বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের বাসিন্দা শেখ শামীম।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ জানান, তফিকুর ও বারেক বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেছিলেন। বিচারক তাদের জামিন না মঞ্জুর করেন। পরে আদালত থেকে কারাগারে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা যায়- অভিযুক্তরা বাবুগঞ্জের হিজলা মৌজার বিএস ৫০৭ নং দাগের ৪০ শতাংশ জমি জালিয়াতি করে জনৈক বাবুল জমাদ্দারের নামে খতিয়ান দেয়। বাবুল ওই জমি আকিজ গ্রুপের কাছে বিক্রি করেছে। জমি মালিক শেখ শামীম মোট ১২ জনের বিরুদ্ধে জালিয়াতি মামলা করেছেন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল