• ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষাপ্রষ্ঠিানের পাশে সিগারেট বিক্রি করলে ৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২৫, ২৩:০৪ অপরাহ্ণ
শিক্ষাপ্রষ্ঠিানের পাশে সিগারেট বিক্রি করলে ৫ হাজার টাকা জরিমানা
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্ক : শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান এবং শিশু পার্কসহ জনগুরুত্বপূর্ণ স্থানের আশপাশে তামাক ও তামাকজাত পণ্য বিক্রির ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছেন রাষ্ট্রপতি। নতুন এই আইন অনুযায়ী, নির্দিষ্ট সীমানার মধ্যে তামাক বিক্রি করলে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এই অধ্যাদেশটি জারি করা হয়। মূলত ২০০৫ সালের মূল আইনটি সংশোধন করে এই নতুন ধারাগুলো যুক্ত করা হয়েছে।

অধ্যাদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, কোনও ব্যক্তি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান এবং শিশু পার্কের সীমানার ১০০ মিটারের মধ্যে তামাক বা তামাকজাত দ্রব্য বিক্রি করতে পারবেন না বা কাউকে দিয়ে বিক্রি করাতে পারবেন না।

জনস্বার্থ বিবেচনায় সরকার বা স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো সময় সময় সাধারণ বা বিশেষ আদেশের মাধ্যমে এই ১০০ মিটারের সীমানা আরও বাড়াতে পারবে বলেও অধ্যাদেশে ক্ষমতা প্রদান করা হয়েছে।

যদি কোনও ব্যক্তি এই নতুন বিধান লঙ্ঘন করেন, তবে তাকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে। তবে কেউ যদি দ্বিতীয়বার বা বারবার একই অপরাধ করেন, তবে তাকে পূর্ববর্তী শাস্তির দ্বিগুণ হারে দণ্ড ভোগ করতে হবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল