• ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় মহিলা আওয়ামী লীগ সভাপতি সাবিনা আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২৫, ২২:৫০ অপরাহ্ণ
বানারীপাড়ায় মহিলা আওয়ামী লীগ সভাপতি সাবিনা আটক
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বানারীপাড়ায় মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবিনা ইয়াসমিনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নিজ এলাকা সলিয়াবাকপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সাবিনা ইয়াসমিন বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সদস্য।

২০২৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বানারীপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ‘কলস’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মজিবর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তবে আটকের পর ছাড়িয়ে নিতে থানা পুলিশকে ম্যানেজের চেষ্টা করেন সাবিনার স্বজনরা।

বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ জানান, দেশব্যাপী চলমান ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে উপজেলাজুড়ে অভিযান চলছে। এর ধারাবাহিকতায় শনিবার বিকেলে অভিযান চালিয়ে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবিনা ইয়াসমিনকে আটক করা হয়েছে।

ওসি বলেন, মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে পূর্বে কোনো মামলা রয়েছে কিনা সেগুলো খোঁজ-খবর নিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বানারীপাড়া থানা পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ‘সাবিনা ইয়াসমিনের মেয়ে জামাই সক্রিয় ছাত্রলীগ কর্মী খালিদ মাহমুদ সোহাগ রাজধানীর মোহাম্মদপুরে জুলাই অভ্যুত্থানে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

সম্প্রতি সময় বরিশালের বিভিন্ন স্থানে চোরাগুপ্তা মিছিল করেছে রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। সেই কর্মসূচিতে অর্থদাতা হিসেবে মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবিনা ইয়াসমিনের নাম উঠে আসে। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে তাকে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল