• ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল-৫ আসনে থাকছে হাতপাখা : মুফতি ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২৫, ২২:২৬ অপরাহ্ণ
বরিশাল-৫ আসনে থাকছে হাতপাখা : মুফতি ফয়জুল করীম
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, জামায়াত সহ সমমনা ৮ দলের আসন সমঝোতা প্রায় শেষ পর্যায়ে। দুই এক দিনের মধ্যে চুড়ান্তভাবে ঘোষণা করা হবে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে মুফতি ফয়জুল করীম বলেন, বরিশাল সদর আসনটি আমাদের আমিরের আসন। এটি অবশ্যই আমাদের থাকবে। এটি অন্যরা চাওয়াও তো আদবের খেলাফ। আমি কি ডাঃ শফিকুর রহমানের আসনটি চাইতে পারি ? না সেটা সম্ভব নয়।

মুফতি ফয়জুল আরো বলেন, যে আসনে যে দলের শক্ত অবস্থান সেই আসন সেই দলকেই দেওয়া হবে। তাছাড়া দলভিত্তিক আসন বন্টন করা হবে। সেখানে যে দল যে আসন পাবে তারা সেখানে প্রার্থী সিলেক্ট করবে। দল চাইলে আমি বরিশাল ৫ ও ৬ দুটি আসনে নির্বাচন করতে প্রস্তুত আছি।

নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী হয়নি। তাই সরকারকে আরো কঠোর হতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। যারা ত্রাস করতে চায় এবং হুমকি ধামকি দিবে তাদেরকে গ্রেফতার করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলেই কেবল সুষ্ঠু নির্বাচন সম্ভব।

এ সময় তার সাথে ইসলামী আন্দোলনের জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বরিশাল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবীর সহ জাতীয় ও স্থানীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল ও অনলাইনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল