• ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে অপরাধ নিয়ন্ত্রণে শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুনরায় পুরস্কৃত হলেন এসআই নাসিম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২৫, ২২:৩৭ অপরাহ্ণ
বরিশালে অপরাধ নিয়ন্ত্রণে শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুনরায় পুরস্কৃত হলেন এসআই নাসিম
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার আওতাধীন স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ গোলাম নাসিম আবারও বরিশালের শ্রেষ্ঠ গ্রেপ্তারকারী অফিসার হিসেবে স্বীকৃতি পেয়েছেন। (জনতার বরিশাল)

পুরস্কার তুলে দেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শফিকুল ইসলাম, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তার অবদানের স্বীকৃতিস্বরূপ।

এসআই নাসিম স্টিমারঘাট পুলিশ ফাঁড়িতে যোগদানের পর থেকে লঞ্চঘাট, ভাটার খাল, বরফ কলসহ বিভিন্ন এলাকায় মাদক, অনৈতিক কর্মকান্ড এবং অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। বিশেষভাবে তিনি গভীর রাত পর্যন্ত পুলিশিংয়ে সক্রিয় থেকে অপরাধ দমন করছেন।

এছাড়াও স্থানীয় রাজনৈতিক সহিংসতা নিয়ন্ত্রণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং আওয়ামী লীগের বিভিন্ন নম্বর সংগঠনের একাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছেন।( জনতার বরিশাল)

এর আগে তিনি ইতিমধ্যেই শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন, এবং এই মাসেও পুনরায় স্বীকৃতি পাওয়ায় তার অবদানের প্রশংসা হলো।

পুরস্কার প্রাপ্তির পর এসআই নাসিম বলেন, “এ পুরস্কার আমাকে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে। আমি পুলিশ কমিশনার স্যার এবং কোতয়ালী মডেল থানার ওসি স্যারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই সাফল্য আমার সকল সহকর্মীর।”

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল