• ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৪ জনকে জরিমানা, ড্রেজার-নৌযান জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২৫, ২৩:২৫ অপরাহ্ণ
বরিশালে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৪ জনকে জরিমানা, ড্রেজার-নৌযান জব্দ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালের কীর্তনখোলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারজনকে আটক করা হয়েছে। পরে জরিমানা দিয়ে তারা মুক্তি পেয়েছেন। এ সময় দুইটি ড্রেজার ও দুইটি নৌযান জব্দ করা হয়।

শুক্রবার গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজাহারুল ইসলাম।

জরিমানা দিয়ে মুক্ত হওয়ার চারজন হলেন- মো. জামাল হোসেন, জামাল শেখ, সুলতান হাওলাদার ও মো. সোহেল। তারা নৌযানগুলোর সুকানী।

সহকারী কমিশনার আজাহারুল ইসলাম বলেন, কীর্তনখোলা নদীর সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের গিলাতলী অংশে এ অভিযান করা হয়। এ সময় নদী থেকে দুইটি ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে দুইটি নৌযান ভর্তি করা হচ্ছিল। তখন চারজনকে আটক করা হয়।

সহকারী কমিশনার আরও বলেন, জব্দ করা নৌযানগুলি স্থানীয় ইউপি সদস্যর জিম্মায় দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনের পর ভবিষ্যতে বালু উত্তোলন না করার শর্তে ছেড়ে দেওয়া হবে।’’

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল