• ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রথম আলো, ডেইলি স্টার ও ছাায়ানটের ওপর ভাংচুরের ঘটনায় বিআরইউ’র তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২৫, ২৩:০১ অপরাহ্ণ
প্রথম আলো, ডেইলি স্টার ও ছাায়ানটের ওপর ভাংচুরের ঘটনায় বিআরইউ’র তীব্র নিন্দা
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স : দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকার কার্যালয় এবং ছায়ানট কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা, পাশাপাশি সাংবাদিক সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এইজ পত্রিকার সম্পাদক নুরুল কবীরকে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ)।

এক যৌথ বিবৃতিতে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন ও সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহসহ সদস্যবৃন্দ বলেন, দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। গণমাধ্যমের কণ্ঠ রোধ করতেই একটি মহল পরিকল্পিতভাবে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে বলে তারা মনে করেন।

নেতৃবৃন্দ আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় স্বাধীন ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের বিকল্প নেই। এ ধরনের হামলা শুধু একটি প্রতিষ্ঠানের ওপর নয়, বরং পুরো জাতির জানার অধিকারকে হুমকির মুখে ঠেলে দেয়।

তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সে জন্য সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

বরিশাল রিপোর্টার্স ইউনিটি দেশব্যাপী সব সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে সংহতি প্রকাশ করে এবং স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল