• ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত নেতার ওপর বিএনপি নেতার হামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২৫, ২২:৪৭ অপরাহ্ণ
জামায়াত নেতার ওপর বিএনপি নেতার হামলা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর বাউফলের কনকদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড জামায়াত ইসলামীর সেক্রেটারি রাসেদুল ইসলাম রাসেল (৪০) এর ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির কর্মী জহিরুল হক লাল মিয়ার (৫৫) বিরুদ্ধে। এ ঘটনায় বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে কনকদিয়া বাজারে রাসেদুলের একটি ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে জামায়াত ও বিএনপি নিয়ে দু’জনের মধ্যে কয়েক দফা তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বিএনপি সমর্থিত জহিরুল হক একটি স্ট্যাপলার মেশিন ছুঁড়ে মারলে তা রাসেদুলের বুকে লাগে। তিনি আগে থেকেই অ্যাজমা রোগে ভুগছিলেন, এতে পরিস্থিতি আরও গুরুতর হয়। এ ছাড়া তার হাতে আঘাতের চিহ্নও দেখা যায়।

অভিযুক্ত জহিরুল হক লাল মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন,রাসেল আমাকে সকালে বলছিল, যারা বিএনপির নেতা মহির ভাইয়ের সমর্থক, তারা নাকি দলীয় প্রার্থী শহিদুল আলমের মিছিলে যেতে পারবে না। আমি বলি বিএনপি কারো বাপের না, দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই কাজ করবো। পরে আমাকে ক্রিমিনাল বলে গালি দিলে মেজাজ হারিয়ে একটি স্ট্যাপলার মেশিন ছুঁড়ে মারি। তবে মারধর করিনি।

বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল