• ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নগরীর মার্কেটের কক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২৫, ২১:৫০ অপরাহ্ণ
নগরীর মার্কেটের কক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর ভাটারখাল এলাকার একটি মার্কেটের তৃতীয় তলার কক্ষ থেকে বেল্লাল (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ও পোড়ার দাগ থাকা ঘটনাটিকে রহস্যজনক করে তুলেছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে কোতোয়ালি মডেল থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত বেল্লাল বরিশাল সদর উপজেলার পশ্চিম চর আইচা গ্রামের আবুল হকের ছেলে। পেশায় তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

কোতোয়ালি মডেল থানার ওসি জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশের একটি দল ওলিউল্লাহ মার্কেটের তৃতীয় তলার একটি কক্ষ থেকে লাশ উদ্ধার করে। প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে—বেল্লালের শরীরে মারধর ও পোড়ার স্পষ্ট চিহ্ন রয়েছে। এতে এটি স্বাভাবিক মৃত্যু নয় বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ মায়া চৌধুরী (২৮), সাদিয়া (২৪) এবং রানা হাওলাদার (৩৬) নামের তিনজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এ ঘটনায় বেল্লালের পরিবার একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান ওসি মিজানুর রহমান।

নিহতের বাবা আবদুল হক দাবি করেছেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেন, ‘আমার ছেলের মৃত্যু স্বাভাবিক নয়। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’ তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে—সেই বিষয়ে তিনি নিশ্চিত করতে পারেননি।

মার্কেটের কয়েকজন দোকানি জানান, মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে ওই কক্ষে কয়েকজন নারী-পুরুষ প্রবেশ করতে দেখেছেন। পরে সকালে দরজা খোলা অবস্থায় বেল্লালের নিথর দেহ পড়ে থাকতে দেখে তারা মার্কেট কর্তৃপক্ষকে জানান, যারা পরে পুলিশে খবর দেয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত রহস্যজনক হওয়ায় গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা যাবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল