• ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল সিটি কর্পোরেশনের নতুন ম্যাজিস্ট্রেট রায়হান-উজ্জামানের যোগদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২৫, ২১:৪৩ অপরাহ্ণ
বরিশাল সিটি কর্পোরেশনের নতুন ম্যাজিস্ট্রেট রায়হান-উজ্জামানের যোগদান
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট পদে রায়হান-উজ্জামান যোগদান করেছেন। দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা রক্ষা, অবৈধ স্থাপনা উচ্ছেদ, বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে।

সোমবার (১লা ডিসেম্বর ) সকালে বরিশাল সিটি কর্পোরেশনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব বুঝে নেন। এ সময় সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রায়হান-উজ্জামান বলেন, নগরবাসীর সেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। আইন-শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ দখল উচ্ছেদ, বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করা ও জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার করা হবে।

বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, নতুন ম্যাজিস্ট্রেটের অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে নগর ব্যবস্থাপনায় গতি আসবে এবং নাগরিক সেবার মান আরও উন্নত হবে। নগরবাসী তার যোগদানকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে বরিশাল শহর আরও পরিচ্ছন্ন ও শৃঙ্খলাবদ্ধ নগরীতে পরিণত হবে।’

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল