• ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে মেয়ে থেকে ছেলেতে রূপান্তর, এলাকাজুড়ে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৫, ২২:২৩ অপরাহ্ণ
পটুয়াখালীতে মেয়ে থেকে ছেলেতে রূপান্তর, এলাকাজুড়ে চাঞ্চল্য
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের হরতকিবাড়িয়া গ্রামে এক কিশোরীর হঠাৎ ছেলেতে রূপান্তরের খবর স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পরিবার সূত্রে জানা গেছে, ১২ বছর বয়সী জুবাইদা আক্তার আঁখি বর্তমানে তানভীর ইসলাম নামে পরিচিত হচ্ছে।

দিনমজুর আবুল কালাম চৌকিদারের সন্তান তানভীর স্থানীয় একটি হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী। দুই মাস আগে হঠাৎ তার নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ হলে চিকিৎসকের শরণাপন্ন হয় পরিবার। সে সময় চিকিৎসায় সুস্থ হলেও কিছুদিন পর ঘুম থেকে উঠে আঁখি নিজের শারীরিক পরিবর্তন টের পায়। ঘটনাটি নিশ্চিত হতে পরিবার তাকে ঢাকায় অভিজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যায়। পরীক্ষার পর চিকিৎসকরা জানান, জুবাইদা এখন শারীরিকভাবে একজন পুরুষে রূপান্তরিত হয়েছে।

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে তানভীরকে দেখতে প্রতিদিন ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা।

তানভীরের বাবা আবুল কালাম চৌকিদার বলেন, রাতে মেয়ে ঘুমিয়ে ছিল, সকালে জানলাম সে ছেলেতে পরিণত হয়েছে। বিষয়টির সত্যতা জানতে ঢাকায় চিকিৎসকের কাছে যাই। ডাক্তার নিশ্চিত করেছেন, এখন সে পুরুষসুলভ বৈশিষ্ট্য ধারণ করেছে এবং সুস্থ আছে।

তানভীরের দাদা মজিদ চৌকিদার বলেন, আমার দুই নাতি ছিল। কালামের খুব ইচ্ছা ছিল একটি পুত্রসন্তানের। আল্লাহ তার আশা পূরণ করেছেন। আমরা খুবই আনন্দিত।

স্থানীয় বাসিন্দা মোশারেফ হোসেন জানান, এ ধরনের ঘটনা কখনও চোখে দেখিনি। আজ নিজ বাড়ির পাশেই এমন দৃশ্য দেখে অবাক হয়েছি। এটাকে আল্লাহর নেয়ামত মনে করছি।

পরিবর্তন সম্পর্কে তানভীর নিজেও মিশ্র অনুভূতি প্রকাশ করে বলেন, মাদরাসায় আমার অনেক বান্ধবী ছিল। এখন ছেলে হওয়ায় তাদের সঙ্গে আগের মতো মেলামেশা সম্ভব হবে না—এটা ভেবে খারাপ লাগে। তবে আল্লাহর কাছেও শুকরিয়া, আমি সুস্থ আছি। ভবিষ্যতে একজন ইসলামী সংগীত শিল্পী হতে চাই।

এ বিষয়ে পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া জানান, বিজ্ঞানের ভাষায় অলৌকিকভাবে এমন পরিবর্তন সম্ভব নয়। ক্রোমোজোমগত জটিলতা কিংবা চিকিৎসাগত হস্তক্ষেপের মাধ্যমে এ ধরনের ঘটনা ঘটতে পারে। বিষয়টি বিশেষজ্ঞরা বিস্তারিত ব্যাখ্যা করতে পারবেন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল