নিজস্ব প্রতিবেদক : বরিশালে বিচারব্যবস্থার পরিধি আরও বিস্তৃত হচ্ছে। আজ রবিবার (৩০ নভেম্বর) থেকে জেলার চারটি নতুন আদালতের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নতুন আদালতগুলোর বিচারকরা আজ থেকেই বিচারকার্য পরিচালনা করছেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কম্পিউটার অপারেটর মো. শহিদুল হক বলেন, “আজ থেকে বরিশালের চারটি নতুন আদালত তাদের নিয়মিত কার্যক্রম শুরু করেছে।”
নতুন চারটি আদালত ও বিচারকদের তালিকা বরিশাল মহানগর শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল,বিচারক: জেলা ও দায়রা জজ মো. মাসুদুর রহমান
বরিশাল জেলা শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল,বিচারক: জেলা ও দায়রা জজ মোহাম্মদ আশরাফ উদ্দিন,বরিশাল পারিবারিক আপিল আদালত
বিচারক: রাফিয়া ইসলাম
বরিশাল ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল ,বিচারক: জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল—আমিন
নতুন আদালতগুলো চালু হওয়ায় বরিশালে বিচারসেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব হবে বলে মনে করছেন আইন সংশ্লিষ্টরা। বিশেষ করে পারিবারিক বিরোধ থেকে শুরু করে শিশু নির্যাতন–ধর্ষণ মামলার বিচারকাজে গতি আসবে বলে আশা করা হচ্ছে।