• ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরে পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরকে অশ্রুসিক্ত বিদায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ণ
পিরোজপুরে পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরকে অশ্রুসিক্ত বিদায়
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : জেলা পুলিশের সদ্য বদলীর আদেশপ্রাপ্ত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরকে অশ্রুসিক্ত বিদায় জানাল জেলা পুলিশ। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ লাইন্সের ড্রিল সেডে আয়োজিত এক অনাড়ম্বর বিদায় সংবর্ধনা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে তাকে উষ্ণ অভিবাদন জানানো হয়।

অনুষ্ঠানে জেলা পুলিশের নবীন-প্রবীণ সদস্যরা প্রিয় পুলিশ সুপারকে বিদায় জানাতে এসে আবেগে আপ্লুত হয়ে পড়েন। বিদায়বেলায় উপস্থিত প্রত্যেকের চোখে ছিল কৃতজ্ঞতা, ভালোবাসা ও স্মৃতির ছাপ।

বিদায় সংবর্ধনায় বক্তব্য দেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের। তিনি বলেন, ‘পিরোজপুরে দায়িত্ব পালনকালে জনগণের জানমাল রক্ষায় সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছি। চাঞ্চল্যকর বিভিন্ন ঘটনার দ্রুত উদঘাটন, দুর্ধর্ষ আসামি গ্রেফতার থেকে শুরু করে মামলা তদন্তে দিকনির্দেশনা—সবকিছুতেই পেশাদারিত্ব বজায় রাখার চেষ্টা করেছি। একইসঙ্গে পুলিশ সদস্যদের শৃঙ্খলা রক্ষা, কল্যাণ এবং বিভিন্ন স্থাপনার উন্নয়নে বিশেষ নজর দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘অপরাধ দমনে যেমন কঠোর থেকেছি, ঠিক তেমনি নাগরিকদের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে ছিল বিশেষ মনোযোগ। বহু উন্নয়নমূলক কাজের সূচনা করতে পেরেছি—এটাই আমার বড় প্রাপ্তি। পিরোজপুরে কাজের অভিজ্ঞতা আমার স্মৃতিতে অম্লান হয়ে থাকবে। বিদায় বেলায় আপনাদের ভালোবাসায় সিক্ত হয়েছি।’

পরিশেষে তিনি পিরোজপুরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশ ও পিরোজপুরবাসীর দীর্ঘদিনের সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

বিদায় অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে তাকে ফুলেল শুভেচ্ছা ও স্মারকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল