• ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৫, ২১:৫০ অপরাহ্ণ
বরিশালে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলার চরমোনাই থেকে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) রাত ৮ টার দিকে সদর উপজেলার চরমোনাই গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ওই গ্রামের মৃত আবদুল আলী খানের ছেলে আলমগীর হোসেন (৪৫) ও একই গ্রামের মৃত বেল্লাল গাজীর ছেলে জহিরুল গাজী (২৯)।

পুলিশ জানান, সোমবার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চরমোনাই গ্রামে অভিযান চালিয়ে আলমগীর হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জহিরুল গাজীর বাড়িতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

মাদক বিক্রেতা আলমগীর হোসেনের বিরুদ্ধে এরআগেও তিনটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন- আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা পৃথক দুটি দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালতে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল