নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মোহাম্মদ কালাম ওরফে লুডু কালামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে নগরীর ধান গবেষণা রোড এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কালাম বরিশাল মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগে সহ-সভাপতি।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার কালামকে বিএনপির অফিস পোড়ানোসহ একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন।