• ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৫, ২১:৫৯ অপরাহ্ণ
নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টা
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, বর্তমানে কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। পরে শুক্রবার (১৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে বিষয়টি জানায়।

প্রধান উপদেষ্টা জানান, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় দলটির কার্যক্রম স্থগিত রয়েছে এবং নির্বাচন কমিশন নিবন্ধিত দলের তালিকা থেকে আওয়ামী লীগের নাম সরিয়ে দিয়েছে। ফলে দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না।

তিনি আরও বলেন, ১৬ বছরের ‘দুঃশাসনের’ সময়ে তিনটি জাতীয় নির্বাচনে ভোট দিতে না পারা প্রায় ১০ লাখ নতুন ভোটার এবার ভোট দিতে পারবেন। এতে নির্বাচন আরও অংশগ্রহণমূলক হবে বলে তাঁর আশা।

ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন আয়োজিত হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন হবে অন্তর্ভুক্তিমূলক এবং বড় পরিসরে ভোটার উপস্থিতির সম্ভাবনা রয়েছে।

জুলাই সনদ সম্পর্কে তিনি বলেন, এ সনদ বাংলাদেশের জন্য নতুন অধ্যায়ের সূচনা—যা গত বছরের জুলাই–আগস্টে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া জনগণের আশা—আকাঙ্ক্ষার প্রতিফলন।

বৈঠকে নির্বাচন ছাড়াও দুই দেশের বাণিজ্য সম্পর্ক জোরদার, রোহিঙ্গা সংকট, বিমান ও সমুদ্র পরিবহন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল