• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

দুর্গাপূজাকে ঘিরে বরিশালে র‍্যাবের ৩ স্তরের নিরাপত্তা, চলছে সাইবার মনিটরিং

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২৫, ২৩:৩৫ অপরাহ্ণ
দুর্গাপূজাকে ঘিরে বরিশালে র‍্যাবের ৩ স্তরের নিরাপত্তা, চলছে সাইবার মনিটরিং
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : শারদীয় দুর্গাপূজার সব প্রস্তুতি শেষ। দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজার মধ্য দিয়ে আগামীকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এরই মধ্যে মণ্ডপগুলোতে প্রতিমা তৈরি ও সাজসজ্জার কাজ শেষ হয়েছে।

এদিকে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে বরিশালে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাব-৮। টহল, গোয়েন্দা নজরদারি এবং ফোর্স রিজার্ভ রেখেছেন তারা। পাশাপাশি করা হচ্ছে সাইবার মনিটরিং।বরিশাল ভ্রমণ গাইড

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠানের লক্ষ্যে বরিশালের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন র‍্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা মণ্ডপ কমিটির সঙ্গে কথা বলেন এবং আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে বিভিন্ন পরামর্শ দেন।

পরিদর্শন শেষে বরিশাল নগরীর নতুন বাজার শ্রী শ্রী শংকর মঠ পূজামণ্ডপে সংবাদ সম্মেলন করেন র‍্যাব-৮ এর অধিনায়ক নিস্তার আহমেদ। তিনি বলেন, দুর্গোৎসবকে কেন্দ্র করে বরিশাল মহানগরীতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। সেই সঙ্গে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে নেমেছে র‍্যাব।

তিনি বলেন, সকলে যাতে নিরাপদে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আনন্দ উপভোগ করতে পারে সে লক্ষ্যে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজা উপলক্ষে বরিশালে র‍্যাবের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। টহল, গোয়েন্দা নজরদারি, ফোর্স রিজার্ভ রেখা হয়েছে। সাইবার মনিটরিং করা হচ্ছে পাশাপাশি সোশ্যাল মিডিয়াকে নজরদারির মধ্যে রাখা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

জানা গেছে, এ বছর বরিশাল বিভাগের ৬টি জেলায় ২ হাজার ১২৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বরিশাল জেলায় ৬৪০ ও মহানগরীতে ৪৭টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন সম্পন্ন হয়েছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল