• ২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নি*হ*ত ১, আহত ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২৫, ২২:৫২ অপরাহ্ণ
বরিশালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নি*হ*ত ১, আহত ২
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাবুগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কবির হোসেন হাওলাদার (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় এয়ারপোর্ট থানাধীন বরিশাল-ঢাকা মহাসড়কের গড়িয়ার পার এলাকার সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পয়সারহাট থেকে ছেড়ে আসা বরিশালগামী শেফালী পরিবহনের একটি বাসের সঙ্গে বরিশাল থেকে আসা একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা চালক ও দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেল চালক মোঃ কবির হোসেন হাওলাদার মারা যান।

নিহত কবির হোসেন হাওলাদার নগরীর কাউনিয়া পুরানপাড়া এলাকার বাসিন্দা ও শুকুর হাওলাদারের ছেলে।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল