নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে থাকার ঐতিহ্য ধরে রেখেছে। এরই ধারাবাহিকতায় সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মঈন সরদার লাদেনের অসুস্থ স্ত্রী এবং চরমোনাই ইউনিয়ন বিএনপির ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক লাভলু খানকে দেখতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহীন।
এসময় তাঁর সঙ্গে সদর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা অসুস্থদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হন এবং পরিবারের সদস্যদের সাহস জোগান।
এ্যাডভোকেট আবুল কালাম শাহীন বলেন, “বিএনপি নেতাকর্মীরা শুধু রাজনৈতিক সংগ্রামে নয়, একে অপরের বিপদ-আপদে সবসময় পাশে থেকে প্রমাণ করেছে—আমরা একটি পরিবার।” তিনি অসুস্থদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং যে কোনো প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দেন।
উপস্থিত নেতৃবৃন্দও একইভাবে অসুস্থদের জন্য দোয়া করেন এবং তাদের চিকিৎসায় প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।