• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে ডাচ বাংলা ব্যাংকের বুথ ডাকাতি ও চুরির মূলহোতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৯, ২০২৫, ২২:২১ অপরাহ্ণ
পটুয়াখালীতে ডাচ বাংলা ব্যাংকের বুথ ডাকাতি ও চুরির মূলহোতা গ্রেফতার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালী শহরে আলোচিত ডাচ-বাংলা ব্যাংকের বুথ ডাকাতি ও চুরির মূল হোতা মোহাম্মদ জাহিদকে (২৬) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে মৌকরণ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে শহরের সরকারি বালিকা সড়ক বিদ্যালয়ের পুকুর থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করে পুলিশ। এছাড়া ডাচ-বাংলা ব্যাংকের বুথের সামনে থেকে একটি মনিটর ও একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, আমরা দুপুরের দিকে জাহিদকে গ্রেপ্তার করি। তার বাড়ি নওমালা বাউফল, তার তথ্য অনুযায়ী মনিটর, মোবাইলসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হচ্ছে। বাকি তথ্য প্রেস বিফিং এর মাধ্যমে জানানো হবে।’

উল্লেখ্য, শনিবার (১৬ আগস্ট) রাতে শহরের সদর রোডে একটি মোবাইলের দোকান, ডাচ-বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাক বুথ এবং একটি চশমার দোকানে ডাকাতি ও চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল