• ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

এবার বরিশাল বিভাগ ব্লকেড কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১২, ২০২৫, ২১:৩৫ অপরাহ্ণ
এবার বরিশাল বিভাগ ব্লকেড কর্মসূচি ঘোষণা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারাদেশের স্বাস্থ্যখাতের দীর্ঘদিনের অনিয়ম, অব্যবস্থাপনা ও সেবার অবনতির বিরুদ্ধে তীব্র আন্দোলন জোরদার হচ্ছে। ৩ দফা দাবিতে ১৬ দিন ধরে চলমান ‘বরিশাল ব্লকেড’ কর্মসূচি মঙ্গলবারও অব্যাহত ছিল। আন্দোলনের অংশ হিসেবে শেবাচিম হাসপাতালের পুরাতন ভবনের সামনে ৩১ ঘণ্টা ধরে আমরণ অনশনে রয়েছেন তিন শিক্ষার্থী, যাদের স্বাস্থ্যঝুঁকি ক্রমশ বাড়ছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে থাকায় এবার বুধবার থেকে ‘বরিশাল বিভাগ ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারী ছাত্র-জনতা। এতে পুরো দক্ষিণাঞ্চলের সঙ্গে সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার সকাল ১১টায় আন্দোলনের ১৬তম দিনে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয়ে দাবী আদায়ে ব্লকেড শুরু করে। এতে বরিশাল-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এছাড়া সকাল সাড়ে ১১টা থেকে সদর রোড এলাকায় অবরোধ কর্মসূচি পালন করে বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

বিকাল ৪টায় এক সংবাদ সম্মেলনে আন্দোলনের অন্যতম সংগঠক মহিউদ্দিন রনি বলেন, “টানা ১৬ দিন ধরে আমরা আন্দোলন করছি। তারপরও স্বাস্থ্য উপদেষ্টা আমাদের দাবির বিষয়ে কোনো গুরুত্ব দিচ্ছেন না। শিক্ষার্থীরা আমরণ অনশন করছে; তাদের যদি কোনো ক্ষতি হয়, আমরা তার উপযুক্ত জবাব দেব। আগামীকাল থেকে আমরা ‘বরিশাল বিভাগ ব্লকেড’ ঘোষণা করছি।”