• ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল সদর উপজেলা যুব বিভাগের উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে কীর্তনখোলা নদীতে মাছের পোনা অবমুক্তকরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১২, ২০২৫, ২১:২১ অপরাহ্ণ
বরিশাল সদর উপজেলা যুব বিভাগের উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে কীর্তনখোলা নদীতে মাছের পোনা অবমুক্তকরণ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : ১২ আগস্ট জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল সদর উপজেলা যুব বিভাগের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করণ কর্মসূচি বরিশাল সদর উপজেলাধীন তালতলী বন্দর মৎস্য আরদ সংলগ্ন কীর্তনখোলা নদীতে মাছের পোনা অব মুক্তকরণ কর্মসূচি পালন করে। এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা যুব বিভাগের সভাপতি গাজী মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জনাব সাইফুল ইসলাম দুলাল। এছাড়া আরো উপস্থিত ছিলেন চরবাড়ীয়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মুতাসিম বিল্লাহ সাকিব, শায়েস্তাবাদ ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুল হালিম, চরবাড়ীয়া ইউনিয়ন ৪ নং ওয়ার্ড সভাপতি নূরে আলম শামীম, ৫ নং ওয়ার্ড সহ সভাপতি ইকবাল মাহমুদ, ৭ নং ওয়ার্ড সভাপতি আখতারুজ্জামান, শ্রমিক নেতা কামাল হোসেন, যুবনেতা মোহাম্মদ তারেক, মৎস্য ব্যবসায়ী আসাদ সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত যুবক ও মৎস্যজীবীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে গাজী মিজানুর রহমান বলেন, “মৎস্য আমাদের জাতীয় সম্পদ। এ সম্পদ রক্ষা করা নাগরিক হিসেবে যুব সমাজের দায়িত্ব। নদীমাতৃক এই বাংলাদেশের নদীতে মহান আল্লাহ প্রদত্ত নেয়ামত ও দেশের অর্থনৈতিক উৎস মাছ ধ্বংস করার জন্য যারা নদীতে বিষ বা কীটনাশক প্রয়োগ করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য যুব সমাজকে আহবান করেন। তিনি আরো বলেন, মৎস্যজীবীদের থেকে যারা চাঁদাবাজি করেন ঐক্যবদ্ধভাবে আমরা তাদেরকে রুখে দিবে, আগামীর বাংলাদেশ হবে যুবকদের বাংলাদেশ।

বিশেষ অতিথির বক্তব্যে জনাব সাইফুল ইসলাম দুলাল বলেন, “এক সময় আমরা মাছে ভাতে বাঙালি ছিলাম। যুব সমাজের অংশগ্রহণের মাধ্যমে আমরা আমাদের এই ঐতিহ্য আবার খুঁজে পাবো।” নূরে আলম শামীম তার বক্তব্য বলেন, “যুবকরা আমাদের সমাজের অমূল্য সম্পদ। জামায়াতে ইসলামী যুবকদের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ গঠন করবেন।” অতঃপর অনুষ্ঠানের প্রধান অতিথি গাজী মিজানুর রহমান যুবক ও মৎস্যজীবীদের নিয়ে কীর্তনখোলা নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।