• ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে বিএনপির দুই পক্ষের সংঘ*র্ষ, আহ*ত ৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৭, ২০২৫, ২২:৩৯ অপরাহ্ণ
বরিশালে বিএনপির দুই পক্ষের সংঘ*র্ষ, আহ*ত ৫
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির প্রস্তুতি সভাকে ঘিরে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। রবিবার (২৭ জুলাই) দুপুর ১টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ডের অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছে।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। আহতদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু অভিযোগ করেন, আগামী ৫ আগস্টের কর্মসূচি সামনে রেখে আজ সকালে অডিটোরিয়ামে আয়োজিত প্রস্তুতি সভায় তাকে দাওয়াত দেওয়া হয়নি। তবে তিনি সভায় উপস্থিত হলে উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান এবং তার আত্মীয় নেতারা ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করেন। তখন আমার কর্মীরা এর প্রতিবাদ করলে তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। আমি তখন সবাইকে শান্ত থাকার কথা বলি। কিন্তু হান্নান শরীফের অনুসারীরা অতর্কিতে আমার কর্মীদের ওপর হামলা চালায়।

মিন্টু জানান, এরপর পৌর ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রমজান হোসেনকে একা পেয়ে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান বলেন, শান্তিপূর্ণভাবে সভা চলছিল। এ সময় একদল দুর্বৃত্ত ভেতরে ঢুকে আমাদের দুজন কর্মীকে মারধর করে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি বর্তমানে ওই এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল