• ৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে ব্রিজের রেলিং ভেঙে বাস খালে, আহত ২৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৮, ২০২৫, ২২:৪৫ অপরাহ্ণ
বরিশালে ব্রিজের রেলিং ভেঙে বাস খালে, আহত ২৫
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বেপরোয়াগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খালে পড়ে গেছে। এতে কমপক্ষে ২৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কাসেমাবাদ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, গাড়ি পড়ার শব্দে এবং যাত্রীদের চিৎকারে তাদের ঘুম ভেঙে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশকে খবর দেওয়া হয়। দুর্ঘটনায় বাসে থাকা কমপক্ষে ২৫ যাত্রী আহত হন।

গৌরনদী ফায়ার সার্ভিসের সাব অফিসার মো. মাহবুব হোসেন জানিয়েছেন, খবর পেয়ে গুরুতর আহত ১৩ যাত্রীকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে ১০ জন পুরুষ, দুজন নারী এবং একজন শিশু রয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা মামুন স্পেশাল নামক যাত্রীবাহী বাস ৪২ যাত্রী নিয়ে বরগুনার দিকে যাচ্ছিল।

পথিমধ্যে মহাসড়কের কাসেমাবাদ লালপুলের রেলিং ভেঙে বাসটি খালে পড়ে যায়। দুর্ঘটনাটি ভয়াবহ হলেও অল্পতেই যাত্রীরা রক্ষা পায়।

তিনি আরও জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। পাশাপাশি বাসটি খালের মধ্য থেকে উদ্ধারের চেষ্টা চলছে।